MIST Special Model Test
Standard QB Solve - Practice
- QB Practice পরীক্ষার প্রতি সেটে মোট প্রশ্ন ২৪ টি, প্রতিটি প্রশ্নের মান ৫ করে মোট মার্ক্স ১২০ এবং সময় ৬০ মিনিট।প্রশ্নগুলো দুই অংশে বিভক্ত।
- Part-A : Model Practice = এই অংশে MIST স্ট্যান্ডার্ড ১২টি প্রশ্ন রয়েছে।তবে প্রশ্নগুলো MCQ আকারে রাখা আছে, তোমরা খাতায় সলভ করে সঠিক উত্তরে ক্লিক করবে।এই অংশের ফলাফল দেখতে পারবে।
- Part-B : Self Evalution = এই অংশে MIST স্ট্যান্ডার্ড ১২টি প্রশ্ন রয়েছে।তবে প্রশ্নগুলো লিখিত ফরম্যাটে Done/Skip আকারে রাখা থাকবে।এই অংশের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে নিবে এবং পরীক্ষা শেষে সল্যুশন দেখে নিজে ফলাফল যাচাই করে নিবে।
- মূল পরীক্ষায় প্রতি পৃষ্ঠায় দুটি প্রশ্ন ও উত্তর লিখার জায়গা থাকবে। নমুনা দেখতে ক্লিক।এতটুক Space অনুসরণ করে উত্তর করতে হবে।
রুটিন ডাউনলোড করি । প্রস্তুত হই
- MIST ভর্তি প্রস্তুতিঃ Download Routine
তিন ধাপে প্রস্তুতি নিব:
- বিগত বছরের প্রশ্ন সলভ - প্যাটার্ণ ধরব।
- স্ট্যান্ডার্ড বিষয়ভিত্তিক স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ - পূর্ণাঙ্গ প্রস্তুতি।
- স্ট্যান্ডার্ড প্রশ্নে ফাইনাল মডেল টেস্ট - আত্মবিশ্বাস বৃদ্ধি।
MIST Preparation : Plan
✅MIST ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।এখানে উচ্চতর গণিত থেকে 16 টি, পদার্থবিজ্ঞান থেকে 12 টি, রসায়ন থেকে 8 টি এবং ইংরেজি থেকে 4 টি করে মোট 40 টি লিখিত প্রশ্ন আসবে।প্রতিটি প্রশ্নের মার্ক্স 5।পরীক্ষার সময় 3 ঘন্টা।
✅MIST ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য শিক্ষার্থীদের বেসিক ক্লিয়ার রেখে স্ট্যান্ডার্ড প্রশ্নে পর্যাপ্ত অনুশীলন করতে হবে।
✅MIST ভর্তি পরীক্ষার প্রশ্ন পাঠশালা এনালাইসিস করে বলতে পারে, ভর্তি পরীক্ষার প্রশ্ন ইঞ্জিনিয়ারিং লিখিত স্ট্যান্ডার্ড এবং বিগত বছরের বুয়েট-কুয়েট-রুয়েট-চুয়েট-বুটেক্স এর লিখিত প্রশ্ন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে।
✅আমাদের প্রথমে মূল বইয়ের বেসিক আয়াত্বে আনতে হবে এবং তারপর বিগত বছরের ইঞ্জিনিয়ারিং লিখিত প্রশ্ন সলভ করতে হবে।যতবেশি লিখিত প্রশ্ন সলভ করবে তত বেশি নিজেকে স্ট্রং করতে পারবে।
✅আমরা MIST এর বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে তোমাদের জন্য বিষয়ভিত্তিক পরীক্ষা প্রস্তুত করেছি।পরীক্ষাগুলো প্রাক্টিস আকারে প্রস্তুত করেছি, যাতে তোমরা এই প্রশ্নগুলো অনুশীলন করেই নিজেকে প্রস্তুত করতে পারো।
✅যেহেতু MIST ভর্তি পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্ন ইঞ্জিনিয়ারিং লিখিত প্রশ্নব্যাংক থেকে এসে থাকে সেহেতু পাঠশালার এই কোর্সে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক MIST স্ট্যান্ডার্ড প্রশ্নের উপর প্রাক্টিস পরীক্ষা দিয়ে নিজেকে প্রস্তুত করতে পারবে।আমাদের বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো বিগত বছরের প্যাটার্নের আলোকে এরকম করে সাজানো থাকবে যাতে করে শিক্ষার্থীরা মূল ভর্তি পরীক্ষায় সবচেয়ে ভালো মার্ক্স তুলতে পারে
✅পাঠশালায় বিষয়ভিত্তিক (প্রশ্নব্যাংক সলভ – Mastery) সাতটি পরীক্ষা থাকবে, যেগুলো অনুশীলন করে শিক্ষার্থীরা নিজেকে স্ট্রংলি প্রস্তুত করতে পারবে। (বিষয়ঃ Phy 1st, Phy 2nd, Chem 1st, Chem 2nd ,Math 1st, Math 2nd, English)
✅শেষ সপ্তাহে পাঠশালা MIST স্ট্যান্ডার্ড পাঁচটি ফাইনাল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।এই পরীক্ষাগুলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।