লক্ষাধিক প্রশ্নে ইচ্ছামত Unlimited অনুশীলন করি

পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনাবলীঃ

  • তোমার প্রস্তুতি অনুসারে উপরের ফিল্টারের মাধ্যমে প্রশ্নের ধরন সিলেক্ট করবে এবং নিচের বক্সে প্রশ্ন সংখ্যা ও পরীক্ষার সময় লিখে শুরু করি বাটনে ক্লিক করলে পরীক্ষা শুরু হয়ে যাবে।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং ০.২৫ এবং মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা Second Time অপশনে ক্লিক করলে ফলাফলে মোট মার্ক্স এর ৫% কর্তন করে দেখাবে।
  • লক্ষাধিক প্রশ্নের ডাটাবেজ থেকে র‍্যান্ডমলি প্রতি সেটে তোমার নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন দেখাবে। 
  • তুমি যত পরীক্ষা দিবে সব পরীক্ষার উত্তরপত্র সেভ হয়ে থাকবে, নিচের Exam Performance অপশনে ক্লিক করে সকল পরীক্ষার উত্তরপত্র দেখতে পারবে।
প্রশ্নের সংখ্যা :   সময় :
2nd Timer