HSC-22 : MIST BUP IUT Final Preparation With AAP

প্রিয় শিক্ষার্থীরা, MIST ও BUP ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষনা করে দিয়েছেন।MIST ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি 18 মার্চ এবং BUP ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি 26 মার্চ এবং।তোমাদের ভর্তি প্রস্তুতির সহায়িকা হিসেবে পাঠশালা থেকে MIST & BUP ফাইনাল প্রস্তুতির একটি কোর্স শুরু করা হলো।


কোর্সটিতে থাকবেঃ

  • Question Bank Solve Exam
  • Special Model Test
  • Question Bank - PDF
  • Model Test - PDF
  • OMR Sheet For Home Practice
  • Quick Revision Materials
  • Directions For Final Preparartion

MIST Preparation : Plan

তিন ধাপে প্রস্তুতি নিব:

  1. বিগত বছরের প্রশ্ন সলভ - প্যাটার্ণ ধরব।
  2. বিষয়ভিত্তিক স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ - পূর্ণাঙ্গ প্রস্তুতি।
  3. স্ট্যান্ডার্ড প্রশ্নে ফাইনাল মডেল টেস্ট - আত্মবিশ্বাস বৃদ্ধি।

MIST ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।এখানে উচ্চতর গণিত থেকে 16 টি, পদার্থবিজ্ঞান থেকে 12 টি, রসায়ন থেকে 8 টি এবং ইংরেজি থেকে 4 টি করে মোট 40 টি লিখিত প্রশ্ন আসবে।প্রতিটি প্রশ্নের মার্ক্স 5।পরীক্ষার সময় 3 ঘন্টা।
MIST ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য শিক্ষার্থীদের বেসিক ক্লিয়ার রেখে স্ট্যান্ডার্ড প্রশ্নে পর্যাপ্ত অনুশীলন করতে হবে।
MIST ভর্তি পরীক্ষার প্রশ্ন পাঠশালা এনালাইসিস করে বলতে পারে, ভর্তি পরীক্ষার প্রশ্ন ইঞ্জিনিয়ারিং লিখিত স্ট্যান্ডার্ড এবং বিগত বছরের বুয়েট-কুয়েট-রুয়েট-চুয়েট-বুটেক্স এর লিখিত প্রশ্ন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে।
আমাদের প্রথমে মূল বইয়ের বেসিক আয়াত্বে আনতে হবে এবং তারপর বিগত বছরের ইঞ্জিনিয়ারিং লিখিত প্রশ্ন সলভ করতে হবে।যতবেশি লিখিত প্রশ্ন সলভ করবে তত বেশি নিজেকে স্ট্রং করতে পারবে।
আমরা MIST এর বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে তোমাদের জন্য বিষয়ভিত্তিক পরীক্ষা প্রস্তুত করেছি।পরীক্ষাগুলো প্রাক্টিস আকারে প্রস্তুত করেছি, যাতে তোমরা এই প্রশ্নগুলো অনুশীলন করেই নিজেকে প্রস্তুত করতে পারো।
যেহেতু MIST ভর্তি পরীক্ষার ম্যাক্সিমাম প্রশ্ন ইঞ্জিনিয়ারিং লিখিত প্রশ্নব্যাংক থেকে এসে থাকে সেহেতু পাঠশালার এই কোর্সে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক MIST স্ট্যান্ডার্ড প্রশ্নের উপর প্রাক্টিস পরীক্ষা দিয়ে নিজেকে প্রস্তুত করতে পারবে।আমাদের বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো বিগত বছরের প্যাটার্নের আলোকে এরকম করে সাজানো থাকবে যাতে করে শিক্ষার্থীরা মূল ভর্তি পরীক্ষায় সবচেয়ে ভালো মার্ক্স তুলতে পারে
পাঠশালায় বিষয়ভিত্তিক (প্রশ্নব্যাংক সলভ – Mastery) সাতটি পরীক্ষা থাকবে, যেগুলো অনুশীলন করে শিক্ষার্থীরা নিজেকে স্ট্রংলি প্রস্তুত করতে পারবে। (বিষয়ঃ Phy 1st, Phy 2nd, Chem 1st, Chem 2nd ,Math 1st, Math 2nd, English)
শেষ সপ্তাহে পাঠশালা MIST স্ট্যান্ডার্ড পাঁচটি ফাইনাল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।এই পরীক্ষাগুলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

 

BUP Preparation : Plan

রুটিন প্রকাশিত হবে ২৮ফেব্রুয়ারি

BUP ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।মোট ৮০টি প্রশ্ন, ৮০ মার্ক্স এবং সময়ঃ ৬০মিনিট।
আবশ্যিক অংশে থাকবেঃ Phy-20 , Chem-20 & English-15। আবশ্যিক শাখায় Phy,Chem থেকে 40টি প্রশ্ন আসবে , এই অংশে থিউরী এবং ম্যাথ উভয় থেকেই প্রশ্ন আসবে।এই অংশে ভালো করার জন্য একজন শিক্ষার্থীকে মুল বইয়ের থিউরী ভালো করে আয়াত্ব করতে হবে এবং এরপর চাপ্টারের সবগুলো সুত্রের উপর অনুশীলন করতে হবে এবং শর্ট ক্যালকুলেশনের উপর ভালো রকম গুরত্ব দিতে হবে।
Phy,Chem এর জন্য দাগানো বইটা অনেক বেশি কাজে আসবে , কারন এই অংশে থিউরী থেকে অনেকগুলো প্রশ্ন পাবা।আর Simple Basic থেকে অনেকগুলো প্রশ্ন আসবেঃ একক , একক কনভার্সেশন,মুল বইয়ের ছোট ছোট বাক্যগুলো , ছোট ছোট উদাহরনগুলো - অংশে একটু বিশেষ গুরত্ব লাগবে।তাই তোমরা ভার্সিটির জন্য দাগানো বইটা অনুসরন করতে পারো মানে পড়ার সময় দাগানো লাইনগুলো একটু ভালো করে পড়ো তাহলে থিউরীর প্রশ্ন গুলো পেরে যাবা।অতিরিক্ত কিছুর দরকার নাই ।জাস্ট সিম্পল বিষয়গুলা বারবার পড়বা , যাতে ভুল না হয়। আর প্রাক্টিস এক্সাম দিয়ে চাপ কমাবা(যাতে পরীক্ষায় জড়তা কাজ না করে)
English থেকে 15 টা প্রশ্ন আসবে আর প্রশ্ন গুলা পারার জন্য সহজ দক্ষতায় হবে না।এরজন্য ইংরেজির উপর ভালো রকম অনুশীলনের দরকার আছে।গ্রামের রুলসগুলো নিয়মিত অনুশীলন করবা আর ভোকাবুলারি।দুটাই প্রতিদিন আয়ত্বে আনতে হবে।
ঐচ্ছিক অংশের বায়ো পারার জন্য মুল বইয়ের উপর দক্ষতা থাকতে হবে আর এই দক্ষতা অর্জন করতে হবে প্রতিটা চাপ্টার বারবার রিডিং পড়ে।
আর, ম্যাথ পারার জন্য অবশ্যই মুল বইয়ে অনেক অনুশীলনের দরকার আছে, উদারহন গুলো সহ অনুশীলন করবা , বইয়ের প্রতিটা টাইপের অন্তত একটা করে ম্যাথ করবা।
সংক্ষেপে বললেঃ BUP এরজন্য মুল বইয়ের সাধারন Basic টা লাগবে এবং ভুলের পরিমাণ কমাতে হবে আর বইয়ের গুরত্বপূর্ন অংশ উদাহরনে অনুশীলন দরকার।
BUP : Course Materials পাঠশালা থেকে দেয়া হবে।সেখান থেকে প্রশ্নব্যাঙ্ক দেখতে পারবে এবং OMR Sheet প্রিন্ট করে বাসায় চর্চা করার সুযোগ পাবে।

 

IUT Preparation : Plan

কোর্স শুরু ১৫মার্চ থেকে।

IUT ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।মোট ১০০টি প্রশ্ন, ১০০ মার্ক্স এবং সময়ঃ ১২০মিনিট।
প্রশ্নপত্র ইংরেজি ভার্সনে থাকবে, বাংলা থাকবে না।তাই, শিক্ষার্থীদের অবশ্যই গুরত্বপূর্ণ শব্দগুলোর ইংরেজি টার্ম ও জানা থাকা আবশ্যক।
IUT ভর্তি পরীক্ষার প্রশ্ন এনালাইসিস করলে দেখবে প্রশ্ন সাধারন সুত্র ও ক্যালকুলেশন থেকেই এসে থাকে।এরজন্য আমাদের বেসিক ঠিক করে অধিক অনুশীলন প্রয়োজন।
মূল বইয়ের বেসিক ঠিক করে IUT প্রশ্নব্যাংক অধ্যায়ভিত্তিক অনুশীলন করলে তোমরা প্রশ্নের প্যাটার্ন ধরতে পারবে এবং প্রশ্ন সলভ করার দক্ষতা বৃদ্ধি করতে পারবে।
তোমাদের প্রস্তুতি কার্যর করার জন্য আমরা রুটিনের শুরুতে বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক সলভ পরীক্ষা রেখেছি।উক্ত পরীক্ষাগুলোতে বারবার অংশগ্রহণ করে তুমি প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।
মূল বই রিভিশন দিবে এবং প্রশ্নব্যাংক সলভ পরীক্ষা দিবে – এনাফ। পরীক্ষাগুলোতে অসংখ্যবাদ অংশগ্রহন করতে পারবে।
সংক্ষেপে বললেঃ IUT এরজন্য মুল বইয়ের বেসিক ঠিক রেখে IUT প্রশ্নব্যাংক সলভ করা জরুরী।এরপর IUT স্ট্যান্ডার্ড প্রশ্নে মডেল টেস্টে অংশগ্রহণ করবে।
IUT : Course Materials পাঠশালা থেকে দেয়া হবে।সেখান থেকে প্রশ্নব্যাঙ্ক দেখতে পারবে এবং OMR Sheet প্রিন্ট করে বাসায় চর্চা করার সুযোগ পাবে।

Practice Makes The Master