Join With AAP

একাডেমিক এন্ড এডমিশন পাঠশালা কাজ করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে।পাঠশালার বর্তমানে মুল উদ্দেশ্য হলো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি প্রস্তুতির সম্পূর্ণ সহায়ক হিসেবে কাজ করা, যাতে করে একজন শিক্ষার্থী পাঠশালা থেকে তার সম্পূর্ণ ভর্তি প্রস্তুতি নিতে পারে।পাঠশালার এই কার্যক্রমের সাথে তুমিও যুক্ত হয়ে কাজ করতে পারবে। শর্তঃ

  • পাঠশালার শিক্ষার্থী হতে হবে।
  • পাঠশালার কাজের প্রতি খুব বেশি আগ্রহ থাকতে হবে এবং পাঠশালায় সময় দেয়ার মনোবল থাকতে হবে।

aapathshala

পাঠশালায় কাজের ১০ টি ডিপার্টমেন্ট রয়েছে। ডিপার্টমেন্ট গুলো দেখে নেও, নামের উপর ক্লিক করলে বিস্তারিত পড়তে পারবেঃ

পাঠশালায় শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরের জন্য রয়েছে “পারসোনাল কেয়ার”।যেখানে শিক্ষার্থীরা তাদের প্রশ্ন জানাতে পারে।প্রশ্ন হিসেবে শিক্ষার্থীর পড়াশোনা সংক্রান্ত প্রশ্ন এবং আমাদের কার্যক্রম নিয়ে তার প্রশ্ন থাকতে পারে।এই প্রশ্নগুলো আসবেঃ আমাদের ওয়েবসাইটের পারসোনাল কেয়ারে, ফেসবুক পেজের ইনবক্সে এবং টেলিগ্রামে।তাই এই সেকশনে আগ্রহী শিক্ষার্থীদের পাঠশালার কেয়ারে আসা প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।

পাঠশালায় ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও ভার্সিটির কোর্স চলমান থাকে। সেই কোর্সে বিষয়ভিত্তিক অনেক প্রশ্ন থাকে, যেই প্রশ্নগুলো নিয়ে শিক্ষার্থীদের Doubt থাকতে পারে, সেই প্রশ্নগুলোর সলভ প্রস্তুত করা এই সেকশনের কাজ।পাঠশালার পারসোনাল কেয়ারে শিক্ষার্থীরা অনেক প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা জানতে চাইবে সেই প্রশ্নগুলোর সমাধান দেয়া।একইভাবে ভর্তি প্রস্তুতির জন্য কার্যকর প্রশ্ন তৈরি করাও এই সেকশনের অন্তর্ভুক্ত।

পাঠশালার ফেসবুক গ্রুপে দৈনিক অসংখ্য পোস্ট আসে।দিকনির্দেশনা মেনে ফেসবুক গ্রুপের পোস্ট এপ্রুভ করা এই সেকশনের মুল কাজ।পোস্ট এপ্রুভের পাশাপাশি শিক্ষার্থীদের পোস্টে্র কমেন্টে উত্তর দেয়াও এই সেকশনের কাজ।

পাঠশালা ফেসবুক পেজ পরিচালনার কাজটায় মুলত আমাদের পেজে নিয়মিত পোস্ট করতে হবে, শিক্ষার্থীদের কমেন্টের রিপ্লাই দিতে হবে এবং ইনবক্সে মেসেজের রিপ্লাই দিতে হবে।ফেসবুক পেজের কার্যক্রম নিয়ে আমরা পিছিয়ে আছি, তাই এই সেকশনের কার্যক্রমের জন্য পাঠশালার প্রয়োজন ফেসবুকে এক্টিভ শিক্ষার্থী।

যারা টাইপিং এ দক্ষ তারা প্রশ্ন টাইপিং অংশে আগ্রহ প্রকাশ করতে পারো।আমরা প্রশ্ন দেব সেই প্রশ্ন দেখে দেখে টাইপ করতে হবে।যারা বাংলা ও অভ্রতে ভালো টাইপ করতে পারো তারা আমাদের প্রশ্ন টাইপিং অংশে যুক্ত হতে পারো।যাদের পারসোনাল কম্পিউটার আছে তারা এই অংশে সময় দিলে কার্যকর হবে,মোবাইল দিয়েও কাজ করা যাবে তবে সেক্ষেত্রে বেশি সময় লাগবে।পাঠশালার কাজের প্রতি আগ্রহী ও ধৈর্য্যশীল শিক্ষার্থীদের এই অংশে আগ্রহ প্রকাশ করলে আমাদের ভালো হবে।

পাঠশালায় ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও ভার্সিটি ভর্তি প্রস্তুতির কোর্স চলমান থাকে, উক্ত কোর্সগুলোর লেকচারার হিসেবে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।তবে এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে নির্দিষ্ট সাব্জেক্ট/বিষয়ের উপর দক্ষ এবং ক্লাস নেয়ার উপযোগী মনোবল থাকা আবশ্যক।

পাঠশালায় ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও ভার্সিটি ভর্তি প্রস্তুতির কোর্স চলমান থাকে। উক্ত কোর্সগুলোর জন্য নির্দিষ্ট সাব্জেক্টের চাপ্টাররের উপর কন্টেন্ট প্রস্তুত করতে হবে।কন্টেন্ট গুলো দিয়ে ক্লাস নোট প্রস্তুতির কাজ করা হবে।তবে এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে নির্দিষ্ট সাব্জেক্ট/বিষয়ের উপর দক্ষ হতে হবে।যারা সুন্দর নোট প্রস্তুত করতে পারো তারাও এই সেকশনে যুক্ত হয়ে কাজ করতে পারো।নিজের নোট শেয়ার করা এবং অন্য শিক্ষার্থীদের এই কাজে উৎসাহিত করাও এই সেকশনের অন্তর্ভুক্ত।

পাঠশালা বার্তা – নির্ভরশীলতায় আলোর বার্তা কাজ করছে শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রদানের উদ্দেশ্যে।পাঠশালা বার্তার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য জানতে পারবে।একইভাবে পাঠশালা বার্তায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট জানানো হবে।তাই,তুমি যদি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হও এবং তোমার বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য বার্তায় দিয়ে ভুমিকা রাখতে চাও তাহলে তোমার জন্য এই সেকশন রয়েছে।

পোস্টার ডিজাইনে যাদের অভিজ্ঞতা আছে তারা এই সেকশনে যুক্ত হতে পারো।পাঠশালার কোর্সের জন্য,পাঠশালার গ্রুপ ও পেজের কার্যক্রমের জন্য ছবি ডিজাইন করে দিবে।যাদের পোস্টার ডিজাইনে ও কালার গ্রেডিং এ দক্ষতা আছে তারা আমাদের এই সেকশনে যুক্ত হতে পারো।

পাঠশালার অনলাইন লাইব্রেরিতে আমরা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বইগুলোর PDF দিয়ে থাকি।তোমার যদি ভালো ক্যামেরা থাকে এবং তুমি যদি বইয়ের ছবি তুলে স্ক্যান করে আমাদের PDF করে দিতে আগ্রহী হও তাহলে এই সেকশন তোমার জন্য।তবে এর জন্য তোমার ফোনের ক্যামেরা ভালো হতে হবে।আমরা তোমাকে বই দিব,তুমি দিকনির্দেশনা মেনে উক্ত বইয়ের PDF করে আমাদের দিবে।

তুমি উপরের ডিপার্টমেন্ট থেকে যেকোন ডিপার্টমেন্টে কাজ করতে ও সময় দিতে আগ্রহী হলে নিচের ফর্ম ফিল আপ করে তোমার আগ্রহ আমাদের কাছে প্রকাশ করো :

We Rise By Lifting Others

পাঠশালার সাথে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশের জন্য অনেক ধন্যবাদ।আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছি, শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ ও সুন্দর প্রস্তুতি তৈরি করা আমাদের কাজের মুল উদ্দেশ্য।পাঠশালা একটি অলাভজনক প্রতিষ্ঠান।পাঠশালা শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়ে কোন কাজ করেনা।তাই, পাঠশালার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশকারী শিক্ষার্থীদের এই বিষয়টি মাথায় রেখে আগ্রহ প্রকাশের অনুরোধ রাখা হল।

পাঠশালা আমাদের আবেগ এবং ভালোবাসার জায়গা। এখানে আমরা কাজ করব মন থেকে এবং সময় দিবে ভালোবাসার জায়গাটুক থেকে – এটাই আমাদের প্রাপ্তি।

আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করলে আমরা তোমাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করব , তোমার ক্যারিয়ার দিকনির্দেশনা নিয়ে , তোমার মানসিক সমস্যাগুলো সমাধানে আমাদের খুব কাছে পাবে।

পাঠশালায় কাজ করে যখন কোন শিক্ষার্থী অভিজ্ঞ হবে এবং পাঠশালার কাজের প্রতি তার আগ্রহ আমাদের সন্তুষ্ট করবে শুধু তাদের আমরা পাঠশালা থেকে সম্মাননা দিয়ে যুক্ত করে নিব,ইনশাল্লাহ। তুমি প্রাথমিকভাবে আমাদের সাথে কাজ করবে , যখন সব বুঝে যাবে এবং কাজের অভিজ্ঞতা হবে তখন তোমার সময়ের মুল্য অনুসারে আমরা কথা বলে তোমাকে একটা সম্মাননা দেয়ার চেষ্টা করব , ইনশাল্লাহ।তবে এক্ষেত্রে আমাদের অবশ্যই পাঠশালার দিকে চিন্তা করে সবকিছু সিদ্ধান্ত নিতে হবে। তাই সকল শিক্ষার্থীকে পাঠশালার উদ্দেশ্য , অবস্থা ও এর প্রতি ভালোবাসার টান বুঝে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশের জন্য অনুরোধ করা হল।

পাঠশালা সকল শিক্ষার্থীর সর্বোচ্চ সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে,যাবে ইনশাল্লাহ।একদিন পাঠশালা তার সবগুলো পরিকল্পনা বাস্তবায়ন করে দেশের শিক্ষাক্ষেত্রে এক অনন্য ভুমিকা পালন করতে পারবে,ইনশাল্লাহ।