Final Preparation : Final Fight

মেডিকেল ভর্তিচ্ছ সবার জন্য শুভকমনা এবং অনেক দোয়া রইল।ঠান্ডা মাথায় নিজের সর্বোচ্চটা দিবে।



Last Night Fight ।। Directions

শেষ সময়েঃ

  • "চিন্তামুক্ত থাকব-নিজের উপর ভরসা রাখব আমি পারব-পারা পড়া রিভিশন দিব"
  • শেষ সময়ে নিজের পারা পড়াগুলো একনজরে দেখতে থাকো।পাঠশালার Revision Test বারবার দেও।এতে রিভিশন কার্যকরভাবে দিতে পারবে।
  • Last Night Fight ম্যাটারিয়ালসের সহায়তায় একনজরে গুরত্বপূর্ণ লাইনগুলো দেখে নিতে পারো, এতে করে গুরত্বপূর্ণ লাইনগুলো রিভিশন হয়ে যাবে।
  • এই সময়ে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে, খাওয়া-দাওয়া ঠিকঠাক করবে।
  • Admit Card কালার প্রিন্ট করে সেটার দিকনির্দেশনা ভালো করে পড়ে নেও এবং এক্সাম Venue ভালো করে দেখে নেও।তোমার পরীক্ষা Venue তে অনুষ্ঠিত হবে।

কমণ প্রশ্নের উত্তরঃ

  • মেডিকেল ভর্তি পরীক্ষার দিকনির্দেশনা অনুসারে প্রতিটি প্রশ্নের একটি করে সঠিক উত্তর থাকবে।তবে কোন প্রশ্নের উত্তর তোমার কাছে ডাবল মনে হলে অধিক সঠিক উত্তরটি দাগাবে(একটি) এবং কোন প্রশ্নের উত্তর না পেলে(ব্লাঙ্ক) দাগাবে না বরং ব্লাঙ্ক রাখবে।মুল বইয়ের ভুল তথ্যের/অনুশীলনীর ভুল উত্তরের প্রশ্নের সঠিকটা দাগাতে হবে।
  • প্রশ্নপত্রের ফাঁকা জায়গায় রাফ করতে পারবে।শুধু অফশনে বা প্রশ্নে দাগ দিবে না।অনেক ফাঁকা জায়গা পাবে সেখানে রাফ করতে পারবে।
  • পরীক্ষার হলেঃ Medical Admit Card,HSC Admit/Registration Card,Pen নিয়ে যাবে শুধু।এই তিনটি জিনিসের বাইরে আর কিছুই নেয়া যাবেনা।
  • পরীক্ষা শুরুর ১ঘন্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

 

মুল পরীক্ষায়ঃ

  • পরীক্ষায় প্রশ্ন ও OMR একসাথে থাকবে।শুরুতে কি করতে হবে তা কর্তব্যরত গার্ড বলে দিবে সেটা অনুসরণ করতে হবে।শুধু তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে।
  • OMR শীটে নিজের নাম,সিগনেচার,রোল নাম্বার ও সিরিয়াল নাম্বার ঠিকমত লিখবে,পূরণ করবে।
  • পরীক্ষা শুরু হলে প্রশ্নপত্র একনজরে দেখে নিবে।যেই অংশে ভালো পারবে সেই অংশ দিয়ে পরীক্ষা শুরু করবে।সেখান থেকে বাকি অংশের দিকে যাবে এবং দাগাবে। এই সময়ে গাণিতিক অংশ/একটু বেশি চিন্তা করতে হবে টাইপ প্রশ্ন পরে দাগাবে,এরজন্য পাশে(ফাঁকা জায়গায়) ছোট করে দাগ দিয়ে রাখবে।
  • পারা অংশ দাগানো শেষে বাকিগুলো দ্বিতীয় ধাপে উত্তর করবে।যেই প্রশ্নগুলো পারবে না সেগুলো স্কিপ করে যাবে।
  • পরীক্ষায় আন্দাজে/গেস করে দাগানো যাবে না।নিজের প্রস্তুতি ও মেধা কাজে লাগিয়ে দাগাতে হবে।
  • পরীক্ষার শেষ সময়ে তাড়াতাড়ি করে ভুল দাগিয়ে ফেলিওনা এবং সব দাগাতেই হবে এরকম টার্গেট ও রাখিওনা।তুমি প্রথম ধাপে পারা অংশ দাগিয়ে,এরপর বাকিগুলো দেখে যতটুক পারবে দাগাবে।
  • রিস্ক যদি নিতেই হয় ২-৩টার বেশি প্রশ্নে রিস্ক কোনভাবেই নিওনা।
  • কারো সাথে কথা বলবে না,আশে পাশে তাকাবে না।নিজের উপর ভরসা রাখবে,মাথা ঠান্ডা রেখে , ফুল ফোকাস প্রশ্নের উপর দিয়ে উত্তর করতে থাকবে।
  • ঠান্ডা মাথায় তোমার সর্বোচ্চটা দিবে,বাকিটা আল্লাহ ভরসা।অনেক দোয়া রইল

 



Revision Test - Final Fight



Final Preparation : Final Fight-A



Medical Special Model Test



Revision Test - Final Fight

মেডিকেল ভর্তি প্রস্তুতি কার্যকর করতে পাঠশালা থেকে রিভিশন টেস্ট - ফাইনাল ফাইট প্রকাশ করা হলো।

  • রিভিশন টেস্টে অসংখ্যসেট প্রশ্ন রয়েছে।প্রতি সেটে মোট প্রশ্ন ৫০টি,মোট মার্ক্স ৫০ এবং মোট সময় ২৫মিনিট।মোট Quick Revision Materials ৬টি।
  • প্রতি সেটে মোট 7টি সেকশন রয়েছে।
    • Section-A : Conceptual Questions 20টি।True,False আকারে প্রশ্ন রয়েছে,যেগুলো শিক্ষার্থীদের Brainstorming করবে।
    • Section-B,D,F : Exclusive Information দুটি করে।এই তথ্যগুলো Quick Revision হিসেবে কাজ করবে এবং শিক্ষার্থীদের সিলেবাসের গুরত্বপূর্ণ তথ্যগুলো মনে করিয়ে দিবে।
    • Section-C : Question Bank থেকে 10টি।প্রশ্নব্যাঙ্ক থেকে র‍্যান্ডমলি ১০টি প্রশ্ন আসবে।
    • Section-E : Standard Questions 15টি।এই প্রশ্নগুলো প্রস্তুতিতে কার্যকর ভুমিকা রাখবে।
    • Section-G : Main Book Exercise থেকে 05টি প্রশ্ন রয়েছে।
      মোট প্রশ্ন ৫০টি এবং মোট ইনফরমেশন ৬টি।
  • এক কথায়ঃ Revision Test শিক্ষার্থীদের শেষ সময়ে সিলেবাস রিভিশন দিতে কার্যকর ভুমিকা পালন করবে।
  • Revision Test অসংখ্যবার দেয়া যাবে, প্রতিবার ভিন্ন সেটের প্রশ্ন আসবে।
  • আজ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত মিনিমাম ৫০বার পরীক্ষা দেয়ার পরিকল্পনা করো,এতে করে মোট ৫০সেট সলভ করতে পারবে এবং সিলেবাস রিভাইসড সম্পূর্ণ হয়ে যাবে।
  • প্রতিদিন রাত ১২টার পর সবার উত্তরপত্র আপলোড করা হবে,তাই তুমি উত্তরপত্র ডাউনলোড করে তোমার রোল সার্চ দিয়ে তোমার সকল সেট দেখতে পারবে।
  • QNS ফোল্ডারে প্রতিদিন এক সেট করে প্রশ্ন PDF আকারে দেয়া হবে।