HSC-22 : Engineering Admission Preparation[+Second Time]
প্রিয় শিক্ষার্থীরা, ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতির বেসিক কোর্সের মাধ্যমে তোমরা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে পারবে।কোর্সটি HSC-22 ও সেকেন্ড টাইম(MIST,IUT) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য।
- কোর্স প্ল্যান প্রকাশিত হয়েছে।Download Course Plan
- রুটিন প্রকাশিত হয়েছে। Download Routine
- অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।
- তৃতীয় রুটিন প্রকাশিত হয়েছে : Download Routine
কোর্সটি লাইভ কোর্স এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা পর্যন্ত লাইভ কার্যক্রম চলমান থাকবে।
কোর্সটিতে থাকবেঃ
- প্রতিটি টপিকের কোর্স ম্যাটারিয়ালস
- প্রতিটি টপিকের লাইভ ক্লাস
- প্রতিটি টপিকের প্রাক্টিস এক্সাম
- প্রতিটি টপিকের ডেইলি লাইভ এক্সাম
- সাপ্তাহিক উইকলি এক্সাম
- সাপ্তাহিক লিখিত পরীক্ষা
- প্রতিটি এক্সামের প্রশ্ন সলভ
- প্রতিটি পরীক্ষার মেধাক্রমসহ ফলাফল
এই কোর্সটির মাধ্যমে-
- BUET Admission Test
- CKRUET Admission Test
- BUTEX Admission Test
- MIST Admission Test
- IUT Admission Test
ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে।
Admission Course Plan-2023
- কোর্স প্ল্যানে আমরা প্রতিটি বিষয়কে ১১টি করে টপিকে ভাগ করেছি।এর মধ্যে ৯টি টপিক হলো Main এবং বাকি দুটি হলো Extra.
- প্রতিটি টপিকের উপর শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য আমরা মোট চারটি ধাপ রেখেছি= Course Materials, Live Class, Practice Exam & Live Exam.
- কোর্স প্ল্যানের আলোকেই রুটিন প্রকাশিত হবে।
1. Course Materials
- আমরা প্রতিটি টপিকের সহায়ক PDF দিব।।।
- এই অংশে মূল বই, প্রশ্নব্যাঙ্ক, প্রাক্টিস বুক, সহায়ক বুকসহ প্রয়োজনীয় সকল বইয়ের সর্বশেষ সংস্করণের PDF দেয়া হবে।
2. Live Class
- প্রতিটি টপিকের উপর লাইভ ক্লাস অনষ্ঠিত হবে।
- লাইভ ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট টপিক বুঝতে পারবে।
- লাইভ ক্লাস গুলো নির্দিষ্ট সময়ে পাঠশালার ওয়েবসাইটেই অনুষ্ঠিত হবে।
- লাইভ ক্লাস শেষ হলে সাথে সাথেই উক্ত ক্লাসের রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস সেকশনে থাকবে।
- প্রতিটি লাইভ ক্লাসের নিচে ক্লাস লেকচার কনটেন্ট থাকবে।
- সমস্যা সমধানের জন্য লাইভ ক্লাসের নিচে চ্যাট অপশন রাখা হয়েছে, যাতে করে ক্লাসে কোন কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে এই অংশে জানানো যায়।
3. Practice Exam
- প্রতিটি টপিকের একটি করে প্রাক্টিস এক্সাম থাকবে(MCQ+Written)। Practics Makes The Master - এই বিষয়টিতে আমরা সর্বোচ্চ গুরত্ব দিব, যাতে করে শিক্ষার্থীরা প্রাক্টিসের মাধ্যমে নিজেদের সেরাভাবে প্রস্তুত করতে পারবে।
- প্রতিটি টপিকের জন্য শিক্ষার্থীরা দুই-তিন দিন করে সময় পাবে, যার প্রথম দিনেই প্রাক্টিস এক্সাম ওপেন করে দেয়া হবে। প্রাক্টিস এক্সামের বিশেষ বৈশিষ্ট্য হলো এই এক্সামে অনেক সেট প্রশ্ন থাকবে এবং একজন শিক্ষার্থী এই পরীক্ষায় অসংখ্যবার অংশগ্রহন করতে পারবে, প্রতিবার তার প্রশ্নের সেট পরিবর্তিত হয়ে যাবে।
- প্রাক্টিস পরীক্ষা দেয়ার সাথে সাথে একজন শিক্ষার্থী তার ফলাফল ও প্রশ্নের সলিউশন দেখতে পারবে।
- একজন শিক্ষার্থী নির্দিষ্ট টপিকের প্রাক্টিস এক্সাম বারবার দিয়ে উক্ত টপিকের উপর তার প্রস্তুতি নিতে পারবে। প্র্যাক্টিস এক্সামগুলোতে একজন শিক্ষার্থী যেকোনো সময়ে অংশগ্রহণ করতে পারবে এবং মূলবই পড়ার পাশাপাশি বারবার পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুতি জোরদার করতে পারবে।
4. Live Exam
- প্রতিটি টপিকের উপর একটি করে ডেইলি লাইভ এক্সাম নেওয়া হবে। ডেইলি লাইভ এক্সাম রুটিনের নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।
- প্রতিটি টপিকের লাইভ এক্সামে একজন শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ একবার-ই অংশগ্রহণ করতে পারবে।
- লাইভ এক্সামে অংশগ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থী নির্দিষ্ট টপিকের উপর তার ফাইনাল প্রস্তুতি যাচাই করতে পারবে।
- লাইভ এক্সামের সময় শেষ হলে, সমন্বিত ফলাফল মেধাক্রমসহ রাত ১২টার পর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।শিক্ষার্থীরা My Performance অপশন থেকে ফলাফল দেখত পারবে।এতে শিক্ষার্থীরা নিজেদের অবস্থান ও আগ্রগতি ধরতে পারবে।
আমাদের কোর্সের কার্যক্রম যেভাবে পরিচালিত হবেঃ
- HSC-22 : Engineering Admission Preparation বেসিক কোর্সটি মোট ১১ সপ্তাহের।প্রতি তিন সপ্তাহের রুটিন একসাথে প্রকাশ করা হবে।এর মধ্যে ৯সপ্তাহ মুল প্রস্তুতির অংশ এবং বাকি দুই সপ্তাহ এক্সট্রা সিলেবাসের।এই এক্সট্রা দুই সপ্তাহ শিক্ষার্থীদের জন্য ওপেন, নিজেদের সময় মত কাভার করতে পারবে।
- কোর্স প্ল্যান অনুসারে প্রতি সপ্তাহে তিনটি করে টপিক থাকবে।প্রতি সপ্তাহে পদার্থবিজ্ঞান , রসায়ন ,উচ্চতর গনিত এর একটি করে টপিক থাকবে।
- আমাদের একটি সপ্তাহ মোট ১২ দিনে সম্পন্ন হবে।যার প্রথম তিন দিনে পদার্থবিজ্ঞান, পরবর্তী তিনদিনে দিনে রসায়ন, পরবর্তী তিনদিনে দিনে উচ্চতর গনিত, এরপরের দিনে ইংরেজির টপিক থাকবে এবং শেষ দুইদিনে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- প্রতিটি টপিক আয়াত্বে আনার জন্য এবং ভালোভাবে প্রস্তুতির জন্য আমরা মোট চারটি সেকশন রাখব। Course Materials, Practice Exam, Live Class, Live Exam।প্রতিটি টপিকের শুরুতেই কোর্স ম্যাটারিয়ালস এবং প্রাক্টিস এক্সাম ওপেন করে দেয়া হবে, যাতে শিক্ষার্থীরা প্রস্তুতি শুরু করে দিতে পারে এবং মুল বই দাগানো সহ কি কি টপিক পড়তে হবে এটা বুঝতে পারবে।লাইভ ক্লাস রুটিনের নির্দিষ্ট সময়ে পাঠশালার ওয়েবসাইটে অনুষ্ঠিত হবে।
- রুটিনের নির্দিষ্ট সময়ে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে।লাইভ ক্লাসের মাধ্যমে একজন শিক্ষার্থী নির্দিষ্ট টপিক বুঝতে পারবে এবং গুরত্বপূর্ণ বিষয়গুলো ও কনসেপ্ট ক্লিয়ার করে দেয়া হয়ে।একইভাবে কীভাবে পড়বে,কতটুক পড়বে তা বলে দেয়া হবে।
- এরপর রুটিনের নির্দিষ্ট সময়ে লাইভ এক্সাম অনুষ্ঠিত হবে।লাইভ এক্সামের মাধ্যমে একজন শিক্ষার্থী নির্দিষ্ট টপিকের উপর তার পূর্ণাঙ্গ প্রস্ততি যাচাই করতে পারবে।
- রুটিন অনুসারে প্রতিটি সপ্তাহ শেষে একটি করে সাপ্তাহিক এক্সাম থাকবে। সেগুলো ডেইলি লাইভ এক্সামের মত নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণ করতে হবে। সাপ্তাহিক পরীক্ষায় MCQ এর পাশাপাশি লিখিত প্রশ্ন থাকবে। ফলাফল রাত ১২টার পর ওয়েবসাইটে প্রকাশিত হবে, শিক্ষার্থীরা My Performance অপশন থেকে ফলাফল দেখতে পারবে।
- শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য পাঠশালা সর্বদা প্রস্তত।এরজন্য রয়েছেঃ Personal Care।Personal Care এ শিক্ষার্থীরা গ্রুপে প্রশ্ন করে সমাধান জানতে পারবে এবং একইভাবে পারসোনালি আমাদের প্রশ্ন বা সমস্যা জানিয়ে সমাধান নিতে পারবে।
- আমাদের Personal Care সর্বদা ওপেন থাকবে।একজন শিক্ষার্থী যেকোন সময়ে তার সমস্যা আমাদের পারসোনাল কেয়ারে জানাতে পারবে।পারসোনাল কেয়ার সবার জন্য উন্মুক্ত।এখানে যেকোন শিক্ষার্থী প্রশ্ন করতে পারবে এবং একইসাথে কোন শিক্ষার্থী প্রশ্নের উত্তর জানলে সেখানে ব্যাখ্যাসহ উত্তর দিতে পারবে।
- আমরা শিক্ষার্থীদের জন্য ভার্সিটি ভর্তি পরীক্ষার অনুরুপ OMR Sheet প্রকাশ করব,যেটি প্রিন্ট করে শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি অফলাইনে নিজে চর্চা করতে পারবে।