HSC-21 : DU & BUET Final Preparation-21 With AAP
- রুটিন প্রকাশিত হয়েছে। Download Routine
প্রিয় শিক্ষার্থীরা, ভর্তি প্রস্তুতি-২১ এর পরবর্তি মুল এক্সাম বুয়েট প্রিলি-৪ ও ঢাবি-১০ জুন।তোমাদের ভর্তি প্রস্তুতির সহায়িকা হিসেবে পাঠশালা থেকে DU & BUET ফাইনাল প্রস্তুতির একটি কোর্স শুরু করা হলো।
কোর্সটিতে থাকবেঃ
- Special Model Test
- Question Bank Solve Exam
- Question Bank - PDF
- Model Test - PDF
- OMR Sheet For Home Practice
- Quick Revision Materials
- Directions For Final Preparartion
কোর্স সম্পর্কিত দিকনির্দেশনাঃ
প্রিয় শিক্ষার্থীরা, আমাদের “ঢাবি + বুয়েট প্রিলি স্পেশাল মডেল টেস্ট” প্রোগ্রামটিতে তোমাদের জন্য ঢাবি এবং বুয়েট প্রিলি মূল ভর্তি পরীক্ষার সমান মানবন্টন এবং সময়সীমায় পরীক্ষা দেয়ার সুযোগ থাকবে। এখানে তোমরা তিন ক্যাটেগরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
★লাইভ এক্সামঃ লাইভ এক্সামগুলোতে সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত যেকোনো শিক্ষার্থী একবার ই অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষার মানবন্টন মূল ভর্তি পরীক্ষার মানবন্টনের অনুরূপ হবে। ঢাবি স্পেশাল মডেল টেস্ট (DU SMT) গুলোতে এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষার খাতা জমা দেয়ার সুযোগ থাকবে। মূল্যায়ণ শেষে মেধাক্রমসহ ফলাফল ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় পরে লাইভ এক্সামগুলো প্রাকটিস এক্সাম আকারে ওপেন করে দেয়া হবে। এই সময়ের পরে পরীক্ষার নিয়মাবলী প্রাকটিস এক্সামের অনুরূপ হবে।
★ পরীক্ষার মানবন্টন:
- DU : MCQ- Physics=(15×1), Chemistry=(15×1), H.Math=(15×1), Biology=(15×1) করে মোট 60 নম্বর; সময় 45মিনিট এবং Written- Physics=(4×2.5), Chemistry=(4×2.5), H.Math=(4×2.5), Biology=(4×2.5) করে মোট 40 নম্বর; সময় 45মিনিট। তবে এখানে গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যেই বিষয়টি উচ্চমাধ্যমিকে অপশনাল সেই বিষয়টি স্কিপ করে সমমানের বাংলা/ইংরেজি দাগানো যাবে।
- BUET: প্রিলিমিনারি MCQ পরীক্ষা- Physics=(33×1), Chemistry=(33×1), H.Math=(34×1) করে মোট 100 নম্বর; সময় 1 ঘন্টা ।
★প্রশ্নব্যাংক সলভিং এক্সামঃ ঢাবি ও বুয়েট ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো এক্সাম আকারে দেয়া হবে। এতে একই সাথে তোমাদের প্রশ্নব্যাংক সলভিং এবং পরীক্ষা দেয়ার অভ্যাস জোরালো হবে। প্রশ্নব্যাংক সলভিং এক্সামগুলোও সর্বদা ওপেন থাকবে এবং যেকোনো শিক্ষার্থী নিজের সুবিধামতো সময়ে একাধিকবার অংশগ্রহণ করতে পারবে।
প্রস্তুতির জন্য শেষ দিকনির্দেশনাঃ
- প্রিয় শিক্ষার্থীরা, ভর্তি প্রস্তুতির এই শেষ সময়ে তোমাদের মূল ফোকাস থাকবে রিভিশন এবং প্রাকটিসে। শেষ সময়ে তোমরা বারবার মুল বই রিভিশন দিবে,প্রশ্নব্যাংক সল্ভ করবে এবং পরীক্ষা দিবে। আমাদের এই প্রোগ্রামটির সাহায্যে তোমরা প্রস্তুতির প্রাকটিস অংশ ভালোভাবে শেষ করতে পারবে আশা করি।
- মূল পরীক্ষার অনুরূপ এক্সামে অংশগ্রহণ তোমার আত্মবিশ্বাস বাড়াবে। কারণ এই পরীক্ষাগুলোর মাধ্যমে মূল পরীক্ষার মানবন্টন সম্পর্কে তোমার ধারণা হবে এবং প্রশ্নব্যাংক সলভিং পরীক্ষাগুলোর মাধ্যমে তোমাদের প্রশ্নের প্যাটার্ণ এবং ক্যাটগরি সম্পর্কে ধারণা হয়ে যাবে। যা তোমাকে ভর্তি পরীক্ষার হলে আত্মবিশাসী এবং রিল্যাক্সড থাকতে সাহায্য করবে।
- শিক্ষার্থীরা, সবসময় ই প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। এক্সাম দেয়া কখনো বন্ধ করা যাবেনা। মার্ক ভালো আসুক বা না আসুক, পরীক্ষয় অংশগ্রহণ করবে। এক্সাম শেষে সলভ টা ভালো করে দেখ্বে, ভুলগুলো ভালো করে বুঝে নিবে। পরবর্তী পরীক্ষায় ভুলগুলো না কমানোর চেষ্টা করবে।
- দুশ্চিন্তা করবেনা। বেশি চাপ নিবেনা। সবকিছু হালকাভাবে নিয়ে তোমার প্রস্তুতি চালিয়ে যাবে। এক্সাম হলে মাথা ঠান্ডা রেখে যা পারো, তাই লিখবে। মনে রাখবে, ভর্তি পরীক্ষায় না পারার থেকেও জানা জিনিস ভুল করায় অধিক চান্স মিস হয়। এই জানা জিনিস ভুল করা এড়ানোর জন্য তোমাদের প্রাকটিস করতে হবে বেশি বেশি এবং পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে, চিন্তামুক্ত থাকতে হবে। নার্ভাস হওয়া যাবেনা।
- পরীক্ষার খাতায় তোমার জানা জিনিসের ১০০% দেয়ার চেষ্টা করবে। নিজের সর্বোচ্চটা দিয়ে সৎভাবে লেগে থাকো, ইনশাআল্লাহ যেটা তোমার জন্য ভালো, সেটাই হবে।সকলের জন্য শুভকামনা থাকলো।