HSC-21 : BUP & MIST Final Preparation With AAP

রুটিন প্রকাশিত হয়েছে;: 
প্রিয় শিক্ষার্থীরা, MIST ও BUP ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষনা করে দিয়েছেন।BUP ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি 11 ও 12 মার্চ এবং MIST ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি 18মার্চ।তোমাদের ভর্তি প্রস্তুতির সহায়িকা হিসেবে পাঠশালা থেকে MIST & BUP ফাইনাল প্রস্তুতির একটি কোর্স শুরু করা হলো।
 


কোর্সটিতে থাকবেঃ

  • Special Model Test
  • Question Bank Solve Exam
  • Question Bank - PDF
  • Model Test - PDF
  • OMR Sheet For Home Practice
  • Quick Revision Materials
  • Directions For Final Preparartion

 

BUP Admission Preparation Directions

  • BUP Science & Technology Unit এ তিনটি বিভাগ রয়েছেঃ Computer Science & Engineering(CSE), Information & Communication Engineering(ICE) এবং অন্যটি হলো Environmental Science(ES)।এখন যে শিক্ষার্থী উচ্চর গণিত দাগাবে সে দুটা বিভাগেই ভর্তি চয়েজ দিতে পারবে বাট যে বায়োলজি দাগাবে সে শুধু ES বিভাগের চয়েজ দিতে পারবে।
  • আবশ্যিক অংশে আছেঃ Phy-20 , Chem-20 & English-15
  • আবশ্যিক শাখায় Phy,Chem থেকে 40টি প্রশ্ন আসবে , এই অংশে থিউরী এবং ম্যাথ উভয় থেকেই প্রশ্ন আসবে।এই অংশে ভালো করার জন্য একজন শিক্ষার্থীকে মুল বইয়ের থিউরী ভালো করে আয়াত্ব করতে হবে এবং এরপর চাপ্টারের সবগুলো সুত্রের উপর অনুশীলন করতে হবে এবং শর্ট ক্যালকুলেশনের উপর ভালো রকম গুরত্ব দিতে হবে।
  • Phy,Chem এর জন্য দাগানো বইটা অনেক বেশি কাজে আসবে , কারন এই অংশে থিউরী থেকে অনেকগুলো প্রশ্ন পাবা।আর Simple Basic থেকে অনেকগুলো প্রশ্ন আসবেঃ একক , একক কনভার্সেশন,মুল বইয়ের ছোট ছোট বাক্যগুলো , ছোট ছোট উদাহরনগুলো - অংশে একটু বিশেষ গুরত্ব লাগবে।তাই তোমরা ভার্সিটির জন্য দাগানো বইটা অনুসরন করতে পারো মানে পড়ার সময় দাগানো লাইনগুলো একটু ভালো করে পড়ো তাহলে থিউরীর প্রশ্ন গুলো পেরে যাবা।অতিরিক্ত কিছুর দরকার নাই ।জাস্ট সিম্পল বিষয়গুলা বারবার পড়বা , যাতে ভুল না হয়। আর প্রাক্টিস এক্সাম দিয়ে চাপ কমাবা(যাতে পরীক্ষায় জড়তা কাজ না করে)
  •  English থেকে 15 টা প্রশ্ন আসবে আর প্রশ্ন গুলা পারার জন্য সহজ দক্ষতায় হবে না।এরজন্য ইংরেজির উপর ভালো রকম অনুশীলনের দরকার আছে।গ্রামের রুলসগুলো নিয়মিত অনুশীলন করবা আর ভোকাবুলারি।দুটাই প্রতিদিন আয়ত্বে আনতে হবে।
  • ঐচ্ছিক অংশের বায়ো পারার জন্য মুল বইয়ের উপর দক্ষতা থাকতে হবে আর এই দক্ষতা অর্জন করতে হবে প্রতিটা চাপ্টার বারবার রিডিং পড়ে।
  • আর, ম্যাথ পারার জন্য অবশ্যই মুল বইয়ে অনেক অনুশীলনের দরকার আছে, উদারহন গুলো সহ অনুশীলন করবা , বইয়ের প্রতিটা টাইপের অন্তত একটা করে ম্যাথ করবা।
  • সংক্ষেপে বললেঃ BUP এরজন্য মুল বইয়ের সাধারন Basic টা লাগবে এবং ভুলের পরিমাণ কমাতে হবে আর বইয়ের গুরত্বপূর্ন অংশ উদাহরনে অনুশীলন দরকার।
  • BUP : Course Materials পাঠশালা থেকে দেয়া হবে।সেখান থেকে প্রশ্নব্যাঙ্ক দেখতে পারবে এবং OMR Sheet প্রিন্ট করে বাসায় চর্চা করার সুযোগ পাবে।

 

MIST Admission Preparation Directions

 

  • MIST ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।এখানে উচ্চতর গণিত থেকে 8টি, পদার্থবিজ্ঞান থেকে 6টি, রসায়ন থেকে 4টি এবং ইংরেজি থেকে 2টি করে মোট 20টি লিখিত প্রশ্ন আসবে।প্রতিটি প্রশ্নের মার্ক্স 5।পরীক্ষার সময় 2ঘন্টা।
  • পদার্থবিজ্ঞান রসায়ন ও উচ্চতরগণিত অংশে ভালো করার জন্য শিক্ষার্থীদের মুল বইয়ের উপত দক্ষতা বৃদ্ধি করতে হবে।মুল বইয়ের গাণিতিক অংশ,অনুশীলনী খুব ভালোমত  সলভ ও সেইম টাইপ প্রশ্ন অনুশীলন করলে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে কার্যকর হবে।
  • বইয়ের সবগুলো সুত্র আয়াত্বে এনে গাণিতিক অংশে সলভ করতে হবে।পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অনুশীলনীর গাণিতিক সমাধান,রসায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাজ এবং উচ্চতর গণিতের ক্ষেত্রে অনুশীলনীর গুরত্বপূর্ণ ম্যাথগুলো বেশি করে প্রাক্টিস করতে হবে।তাহলেই ভর্তি পরীক্ষায় ভালো করা যাবে।
  • ইংরেজির জন্য সাধারন রুলস এবং নিয়ম গুলো জেনে প্রশ্নব্যাঙ্ক প্রশ্নগুলো অনুশীলন করলেই হবে।
  • MIST : Course Materials অংশে প্রশ্নব্যাঙ্ক, মডেল টেস্ট , Sample Answer Paper For Home Practice সহ যাবতীয় ম্যাটারিয়ালস পেয়ে যাবে।

Practice Makes The Master