HSC 21 : Medical Admission Preparation[+Second Time]
প্রিয় শিক্ষার্থীরা, মেডিকেল ভর্তি প্রস্তুতির কোর্সের মাধ্যমে তোমরা মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
- HSC-21 ও সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি।সেকেন্ড টাইমারদের জন্যও একই কোর্স কিন্তু শিক্ষার্থীদের প্রস্তুতির দিকনির্দেশনা ভিন্ন থাকবে।
- কোর্সটি ১ জানুয়ারি,২০২২ থেকে শুরু চলছে।তবে একজনশিক্ষার্থী যেকোন সময় কোর্সে যুক্ত হয়ে কোর্স কন্টিনিউ করতে পারবে এবং আগের সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।
কোর্সটিতে থাকবেঃ
- প্রতিটি টপিকের কোর্স ম্যাটারিয়ালস
- প্রতিটি টপিকের ক্লাস ভিডিওস
- প্রতিটি টপিকের প্রাক্টিস এক্সাম
- প্রতিটি টপিকের ডেইলি লাইভ এক্সাম
- প্রতি সপ্তাহে উইকলি এক্সাম
- প্রতিটি এক্সামের প্রশ্ন সলভ
- প্রতিটি পরীক্ষার ফলাফল, মেধাক্রমসহ
যারা ই প্রস্তুতি নিবে তাদের জন্য এই কোর্সটি।যাদের মূল টার্গেটঃ
- Medical
- Dental
- AFMC
- NITOR
- Nursing
আমাদের কোর্সের কার্যক্রম যেভাবে পরিচালিত হবেঃ
- HSC-21 : Medical Admission Preparation কোর্সটি মোট ১২ সপ্তাহের।প্রতি তিন সপ্তাহের রুটিন একসাথে প্রকাশ করা হবে।
- কোর্স প্ল্যান অনুসারে প্রতি সপ্তাহে তিনটি করে টপিক থাকবে। পদার্থবিজ্ঞান , রসায়ন , জীববিজ্ঞানের একটি করে টপিক থাকবে।
- আমাদের একটি সপ্তাহ মোট ৮ দিনে সম্পন্ন হবে।এর কারণ আমরা ইঞ্জিনিয়ারিং , মেডিকেল ও ভার্সিটি কোর্সগুলোর মধ্যে একটি সমতা রাখার চেষ্টা করেছি।
- একটি সপ্তাহ মোট ৮ দিনে সম্পন্ন হবে। যার প্রথম ২ দিনে ফিজিক্সের টপিক, পরবর্তী দুইদিনে রসায়নের টপিক, এরপরের দুইদিনে জীববিজ্ঞানের টপিক থাকবে এবং শেষ দুই দিনে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- প্রতিটি টপিকের প্রস্তুতির জন্য আমরা শিক্ষার্থীদের মোট চারটি সেকশন রাখব।প্রথম দুটি হলো=কোর্স ম্যাটারিয়ালস এবং ক্লাস ভিডিওস। এই দুটি সেকশন নির্দিষ্ট টপিকের শুরুতেই দেয়া হবে।এই দুটি সেকশনের সহায়তায় শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি শুরু করবে। মূল বই ও প্রশ্নব্যাঙ্কের মাধ্যমে কীভাবে তাদের ভর্তি প্রস্তুতি কার্যকর উপায়ে নেয়া যায় সেই দিকনির্দেশনা থাকবে। কোর্স ম্যাটারিয়ালস এ দাগানো বই, ক্লাস নোটস, ক্লাস ভিডিও এবং এর সাথে আরো অতিরিক্ত ম্যাটারিয়ালস টপিক অনুসারে সাজিয়ে দেয়া হবে। শিক্ষার্থীরা মূলবই পড়ার পাশাপাশি এগুলোর মাধ্যমে প্রস্তুতি নিতে পারবে।
- অবশিষ্ট দুটি হলো= প্রাক্টিস এক্সাম ও ডেইলি লাইভ এক্সাম। প্রাক্টিস এক্সাম প্রথম দিনেই ওপেন করে দেয়া হবে। তবে লাইভ এক্সাম দ্বিতীয় দিনে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।
- প্রতিটি টপিকের একটি করে প্রাক্টিস এক্সাম থাকবে। Practics Makes The Master - এই বিষয়টিতে আমরা সর্বোচ্চ গুরত্ব দিব,যাতে করে শিক্ষার্থীরা প্রাক্টিসের মাধ্যমে নিজেদের প্রস্তুতির উন্নতি করতে পারে।উপরে বলা হয়েছে প্রতিটি টপিকের জন্য দুইদিন করে শিক্ষার্থীরা সময় পাবে, যার প্রথম দিনেই প্রাক্টিস এক্সাম ওপেন করে দেয়া হবে। প্রাক্টিস এক্সামের বিশেষ বৈশিষ্ট্য হলো এই এক্সামে অনেক সেট প্রশ্ন থাকবে এবং একজন শিক্ষার্থী এই পরীক্ষায় অসংখ্যবার অংশগ্রহন করতে পারবে, প্রতিবার তার প্রশ্নের সেট পরিবর্তিত হয়ে যাবে। প্রাক্টিস পরীক্ষা দেয়ার সাথে সাথে একজন শিক্ষার্থী তার ফলাফল ও প্রশ্নের সলিউশন দেখতে পারবে। একজন শিক্ষার্থী নির্দিষ্ট টপিকের প্রাক্টিস এক্সাম বারবার দিয়ে উক্ত টপিকের উপর তার প্রস্তুতি সম্পন্ন করবে। প্র্যাক্টিস এক্সামগুলোতে একজন শিক্ষার্থী যেকোনো সময়ে অংশগ্রহণ করতে পারবে এবং মূলবই পড়ার পাশাপাশি বারবার পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুতি জোরদার করতে পারবে।
- প্রতিটি টপিকের উপর একটি করে ডেইলি লাইভ এক্সাম নেওয়া হবে। ডেইলি লাইভ এক্সাম অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের নির্দিষ্ট সময়ে।প্রতিটি টপিকের লাইভ এক্সামে একজন শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে একবার-ই অংশগ্রহণ করতে পারবে।লাইভ এক্সামে অংশগ্রহণের মাধ্যমে একজন শিক্ষার্থী নির্দিষ্ট টপিকের উপর তার ফাইনাল প্রস্তুতি যাচাই করতে পারবে। কারণ লাইভ এক্সাম শেষ হলে উক্ত এক্সামের সলিউশন এবং ফলাফল মেধাক্রমসহ প্রকাশ করা হবে। এতে শিক্ষার্থীরা নিজেদের ভুলগুলো বুঝতে পারবে এবং সেগুলো সংশোধন করে নিয়ে সামনে এগোতে পারবে।
- রুটিন অনুসারে প্রতিটি সপ্তাহ শেষে একটি করে সাপ্তাহিক এক্সাম থাকবে। সেগুলো ডেইলি লাইভ এক্সামের মত নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণ করতে হবে। সাপ্তাহিক পরীক্ষার সলভ এবং ফলাফল দ্রুত প্রকাশ করা হবে।
- আমাদের পারসোনাল কেয়ার সর্বদা ওপেন থাকবে।একজন শিক্ষার্থী যেকোন সময়ে তার সমস্যা আমাদের পারসোনাল কেয়ারে জানাতে পারবে।পারসোনাল কেয়ার সবার জন্য উন্মুক্ত।যেকোন শিক্ষার্থী প্রশ্ন করতে পারবে এবং একইসাথে কোন শিক্ষার্থী প্রশ্নের উত্তর পারলে সেখানে ব্যাখ্যাসহ উত্তর দিতে পারবে।
- আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অনুরুপ OMR Sheet প্রকাশ করব,যেটি প্রিন্ট করে শিক্ষার্থীরা বাসায় অনলাইনের পাশাপাশি নিজে চর্চা করতে পারবে।