রাবিতে "সেকেন্ড টাইম" চালুর সিদ্ধান্ত নিয়েছেন , চার ইউনিটে ২লাখ ৮৮হাজার শিক্ষার্থী পরীক্ষা দিবে।
আলহামদুলিল্লাহ,রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর থেকে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চালু করেছেন।এতে, এবছর থেকেই সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা রাবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
রাবি কর্তৃপক্ষ সবসময়ের জন্য শিক্ষার্থীবান্ধব।সেকেন্ড টাইম নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ম্যাম ও পজিটিভ মতামত দিয়েছিলেন।একজন শিক্ষার্থী একবার না পারলে তাকে পুনরায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়াটা যৌক্তিক।রাজশাহী বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে এবছর থেকে সেকেন্ড টাইম চালুর সিদ্ধান্ত নিয়েছেন।বিষয়টি সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।
- রাবিতে সেকেন্ড টাইম থাকছে।
- মোট চার ইউনিটে ভর্তি পরীক্ষা হবে,প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবে ৭২ হাজার স্টুডেন্ট করে।
- ভর্তি পরীক্ষা ২৪-২৭ জুলাই সময়ে অনুষ্ঠিত হবে।
- প্রাথমিক আবেদনের সময়সীমা ২৫মে - ৯জুন।
- চুড়ান্ত আবেদনের সময়সীমা ১৫জুন - ২৮ জুন।
অসংখ্য ধন্যবাদ রাবি কর্তৃপক্ষকে এবং মাননীয় শিক্ষামন্ত্রী ম্যামকে।একইভাবে ২০ব্যাচের সকল শিক্ষার্থীকে।