মেডিকেল ও ডেটাল ভর্তি পরীক্ষায় একজন সর্বোচ্চ তিনবার অংশগ্রহণের সুযোগ পাবে।(বিস্তারিত)
Posted on Feb. 28, 2022, 9:03 p.m.
MAP
প্রিয় শিক্ষার্থীরা, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।বিষয়টি বিস্তারিত বলা হল।
- এবারের প্রকাশিত সার্কুলার অনুসারে আবেদনের শর্তে বলা হয়েছে,HSC-20 ও HSC-21 ব্যাচ এবং HSC পাশের পূর্ববর্তী তিন শিক্ষাবর্ষে SSC পাশ করতে হবে।
- এর মানে মোট চার ব্যাচের শিক্ষার্থীরা এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে।
- ব্যাচ-01=SSC-2017,HSC-2020(Improve), ব্যাচ-02=SSC-2018 & HSC-2020 , ব্যাচ-03=SSC-2018 & HSC-2021(Improve), ব্যাচ-04=SSC-2019 & HSC-2021।
- এখানে ব্যাচ-03,04 হলো ফার্স্ট টাইমার। অন্যদিকে ব্যাচ-০১,০২ হলো সেকেন্ড টাইমার এবং তাদের ক্ষেত্রে ৫মার্ক্স কর্তন করা হবে।
বিষিয়টি হলোঃ
- মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম আছে।তবে, কেউ যদি বোর্ড পরীক্ষা পুনরায় দিয়ে ফলাফল ইম্প্রুভ করে এবং মেডিকেলে আবেদন করে তবে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট টাইমার হিসেবে বিবেচিত হবে।তাই, যারা ইম্প্রুভ শিক্ষার্থী তারা ফার্স্ট টাইমার হিসেবে মেডিকেলে দুইবার পরীক্ষা দিতে পারবে, এবং সেকেন্ড টাইমার হিসেবে একবার।মোট তিনবার।
- সংক্ষেপে বললে, কেউ এবার HSC পাশ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন করে একবার পরীক্ষা দিল, এরপরে সে আবার বোর্ড পরীক্ষা দিয়ে ফলফল ইম্প্রুভ করে পরেরব্যাচের সাথে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবে।সেক্ষেত্রেও সে ফার্স্ট টাইমার হিসেবে বিবেচিত হবে।কিন্তু এরপরেরবারও সে ভর্তি পরীক্ষা দিতে পারবে,সেক্ষেত্রে সে সেকেন্ড টাইমার হিসেবে বিবেচিত হবে।
- মেডিকেলের আবেদনের শর্ত অনুসারে বর্তমান ব্যাচের সাথে আরো তিন ব্যাচের শিক্ষার্থীরা যুক্ত হবে।
- এককথায়ঃ চলমান ব্যাচ থেকে অথবা এর আগের ব্যাচ থেকে HSC পাশ করতে হবে এবং HSC যে বছর পাশ করবে তার থেকে বিগত তিন শিক্ষাবর্ষে মধ্যে SSC পরীক্ষা দিলেই তুমি মেডিকেলে আবেদনযোগ্য।
ইম্প্রুভ বোর্ড পরীক্ষার শর্ত আছেঃ
- ফলাফল GPA 5 এর কম হতে হবে।ফলফল GPA 5 হলে ইম্প্রুভ পরীক্ষা দেয়ার সুযোগ নেই।
Advertisement: