Back

গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ক ইউনিটে ফাঁকা সিট ১টি এবং খ ইউনিটে ৫০টি

Posted on Dec. 24, 2021, 5:13 a.m.
EAP
গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ক ইউনিটে ফাঁকা সিট ১টি এবং খ ইউনিটে ৫০টি

প্রিয় শিক্ষার্থীরা,গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ভর্তির তৃতীয় পর্বের ভর্তির নোটিশ প্রকাশ করেছেন।ক ইউনিটে ২য় পর্বের ১৫জন শিক্ষার্থী অভারলোড রয়েছেন তবে ক ইউনিটে ফাঁকা সিট নেই বললেই চলে।ক ইউনিটে মাত্র একটি সিট ফাঁকা থাকায় কর্তৃপক্ষ তৃতীয় পর্বে ক ইউনিটের কোন শিক্ষার্থীকে ডাকেননি।

তবে খ ইউনিটে এখন পর্যন্ত ৫০টি সিট খালি রয়েছে তাই তৃতীয় পর্বে পজিশন ৩০০ থেকে ৩৭৫ পর্যন্ত শিক্ষার্থীদের ডেকেছেন।তাদের ভর্তি কার্যক্রম ২৮ ও ২৯ তারিখ সম্পন্ন হবে।বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রিয় শিক্ষার্থীরা, ক ইউনিটে সামনে যখন শিক্ষার্থীরা ভর্তি ক্যান্সেল করবে এবং সিট ফাঁকা হবে তখন কর্তৃপক্ষ আগে অভারলোড ১৫জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দিবেন এবং এরপর সিট খালি থাকা সাপেক্ষে পরবর্তি পর্বে ক ইউনিটের পজিশন ৪৫০০এর পরের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিবেন।স্যার বলেছেন,সিট খালি থাকা সাপেক্ষে আমাদের মাইগ্রেশন চলতে থাকবে।কোন ফাঁকা সিট রেখে আমরা ক্লাস শুরু করব না।
এদিকে বুটেক্স ও সাস্ট কর্তৃপক্ষ এখনও ভর্তি কার্যক্রম শুরু করেনি এবং বুটেক্স ও সাস্ট ভর্তি কার্যক্রম শুরু করবেন জানুয়ারির শুরুর দিকে - এই বিষয়টি মাথায় রেখে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষ পরবর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন।

তৃতীয়  পর্বের বিজ্ঞপ্তিঃ
RKCUET Third Migration

Categories