Back

বুটেক্স ভর্তি কার্যক্রম দ্রুত শুরু করতে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে,স্যার সম্মতি দিয়েছেন

Posted on Dec. 23, 2021, 6:02 a.m.
EAP
বুটেক্স ভর্তি কার্যক্রম দ্রুত শুরু করতে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে,স্যার সম্মতি দিয়েছেন

বুটেক্স ভর্তি কার্যক্রম শুরু করতে একটু বিলম্ব করে ফেলেছে।কারন হিসেবে কর্তৃপক্ষ বলেছেন স্যার অসুস্থ এবং বুটেক্স এর ১০০বছর উপলক্ষ নিয়ে ব্যস্ততা।তবে বুটেক্স এর ভর্তি কার্যক্রম দেরীতে শুরু করায় অনেক শিক্ষার্থীর সিদ্ধান্ত নিতে বিপরীত প্রভাব ফেলতেছে।এদিকে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি কার্যক্রম চলমান।যার জন্য বুটেক্স এ টপ করা শিক্ষার্থীরাও সেইফ থাকার জন্য গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে আছে।

কর্তৃপক্ষকে বিস্তারিত বলার পর জানিয়েছেন বিষয়টি নিয়ে মিটিং আয়োজন করবেন।স্যার বলেছেন আমরা দ্রুত শুরু করব।সম্ভাব্য হিসেবে বলেছেন এই সপ্তাহে নোটিশ দিয়ে আগামি সপ্তাহ থেকে কার্যক্রম শুরু করার চেষ্টা করবেন।

Categories