Back

গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ক ইউনিটে ফাঁকা সিট 78টি এবং সর্বশেষ কল আগামি

Posted on Feb. 8, 2022, 8:05 a.m.
EAP
গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ক ইউনিটে ফাঁকা সিট 78টি এবং সর্বশেষ কল আগামি

গুচ্ছ ইঞ্জিনিয়ারিং পরবর্তি কলে পজিশন ৫১০০ পর্যন্ত ডেকেছেন। গুচ্ছ ইঞ্জিনিয়ারিং পরবর্তি কলে পজিশন ৫১০০ পর্যন্ত ডেকেছেন। গুচ্ছ ইঞ্জিনিয়ারিং পরবর্তি কলে পজিশন ৫১০০ পর্যন্ত ডেকেছেন। গুচ্ছ ইঞ্জিনিয়ারিং পরবর্তি কলে পজিশন ৫১০০ পর্যন্ত ডেকেছেন।

 

  • গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ক ইউনিটে এখন পর্যন্ত ফাঁকা সিট ৭৮টি এবং খ ইউনিটে কোন সিট ফাঁকা নেই বরং ১০জন ওভারলোড রয়েছেন।
  • ক ইউনিটে ফাঁকা সিটের সাপেক্ষে ৩০০জন শিক্ষার্থীকে সর্বশেষ কলে ডেকেছেন।খ ইউনিটে যেহেতু কোন সিট ফাঁকা হয়নি তাই আর ডাকেননি।
  • শেষ কলের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামি ১৬তারিখ সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০ এর মধ্যে।
  • ফাঁকা সিটের এবং উপস্থিত শিক্ষার্থীদের সাপেক্ষে সাব্জেক্ট প্রকাশ করবেন বিকাল ৩টার মধ্যে এবং যাদের সাব্জেক্ট আসবে তাদের একই দিনে বিকাল ৪.৩০ এর মধ্যে টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
  • এরপরও শিক্ষার্থী ওভারলোড হলে তাদের পরবর্তিতে ফাঁকা সিটের সাপেক্ষে কল করবেন।
  • খ ইউনিটে এখন পর্যন্ত ২-৩ টি সিট সম্ভব ফাঁকা হয়েছে,তাই প্রোগ্রাম রান করার পর যতটুক ফাঁকা হবে ততসংখ্যক শিক্ষার্থীকে মোবাইলে কল করে ভর্তি হওয়ার নোটিশ জানাবেন।
  • উলেখ্যঃ খ ইউনিটের ওভারলোড কোন শিক্ষার্থী চাইলে তার কাগজ উঠিয়ে অন্য কোন সেইফ জায়গায় ভর্তি হতে পারে এবং গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ তার সুযোগ বাতিল হবেনা।যদি সিট ফাঁকা হয় এবং উক্ত শিক্ষার্থী ভর্তির সুযোগ পায় তবে তাকে মোবাইলে কল দিয়ে জানাবেন এবং সে ভর্তি হতে পারবে।
  • বর্তমান ফাঁকা সিট সংখ্যা ও আপডেটেড মাইগ্রেশন লিস্ট প্রকাশ করবেন আগামি শুক্রবার।
  • ক ইউনিটের শেষ কল হিসেবে আগামি ১৬তারিখ নির্দিষ্ট করা হয়েছে।ঐদিন সিট ফিল আপ হয়ে যাবে বলে আশাবাদী।
  • তবে কোন সিট ফাঁকা রেখে কর্তৃপক্ষ ক্লাস শুরু করবেন না , তাই এরপরও কোন সিট ফাঁকা হলে ক্লাস শুরুর আগে সেটা ফিল আপ করবেন।
  • প্রাথমিক ধারনা হচ্ছে ১৬তারিখ-ই সব ফিল আপ হবে।
  • ক্লাস শুরু করবেন মার্চের প্রথম সপ্তাহ।এবার তিনটি বিশ্ববিদ্যালয় একই সাথে ক্লাস শুরু করবেন এবং সরকারি বিধিনিষেধ ঐ সময় না থাকলে অফলাইনে ২০ব্যাচের ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু হবে।

 


Advertisement:

AAPathshala

Categories