গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ক ইউনিটে এখনও 14টি সিট ফাঁকা রয়েছে তবে খ ইউনিটে 10জন ওভারলোড।
Posted on Jan. 19, 2022, 5:57 p.m.
EAP
প্রিয় শিক্ষার্থীরা, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং চতুর্থ কলে ক গ্রুপে পজিশন ৪৫০১-৪৮০০ পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিত হতে বলেছেন এবং খ গ্রুপে পজিশন ৩৭৬ থেকে পজিশন ৫০০ পর্যন্ত উপস্থিত হতে বলেছেন।
-
ফাঁকা সিট সংখ্যা এবং ক ইউনিটে উপস্থিত শিক্ষার্থীদের সাপেক্ষে এখন পর্যন্ত ১৪টি সিট ফাঁকা রয়েছে।
-
ফাঁকা সিট সংখ্যা এবং খ ইউনিটে উপস্থিত শিক্ষার্থীদের সাপেক্ষে ১০জন ওভারলোড হয়ে আছেন।
- চতুর্থ কলের ক গ্রুপের পজিশন ৪৫০১-৪৮০০ পর্যন্ত এবং খ গ্রুপের পজিশন ৩৭৬-৫০০ পর্যন্ত শিক্ষার্থীদের টাকা জমা দেয়ার শেষ সময় আগামিকাল দুপুর পর্যন্ত।এর মধ্যে শিক্ষার্থীদের টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।চতুর্থ কলের শিক্ষার্থীরা তাদের সাব্জেক্ট স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেখতে পারবে।
- গতকাল পর্যন্ত ফাঁকা সিট সংখ্যা ও ভর্তিকৃত শিক্ষার্থীদের সাপেক্ষে মাইগ্রেশন লিস্ট আগামিকাল দুপুর ১২টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করবেন।
- এবং আজ ও কাল যারা ভর্তি কনফার্ম করবে তাদের সাপেক্ষে চুড়ান্ত ফাইনাল মাইগ্রেশন লিস্ট আগামি সোমবার প্রকাশ করবেন।
- মনে রাখবে,চতুর্থ কলে তোমরা যারা ভর্তি হচ্ছ তাদের সাব্জেক্ট চুড়ান্ত মাইগ্রেশনে পরিবর্তন হতে পারে।
- ক ইউনিটে এখন পর্যন্ত ফাঁকা সিট ১৪ তবে আগামিকাল পর্যন্ত যারা ভর্তি কনফার্ম করবে না তাদের সাপেক্ষে এবং সামনে যারা ভর্তি ক্যান্সেল করবে তাদের সাপেক্ষে একটু সময় নিয়ে পঞ্চম কল সামনে করবেন।
উল্লেখ্যঃ কর্তৃপক্ষ এবার দুই দিনের ভর্তি কার্যক্রম একদিনে পরিচালিত করতে চেয়েছেন এবং উপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা বেশিহ ওয়ার ভর্তির টাকা জমা দেয়ার সময়সীমা বাড়িয়ে দিয়েছেন।
Advertisement: