গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ক ইউনিটে ফাঁকা সিট 140টি এবং খ গ্রুপে 32টি।জরুরি পরামর্শ।
Posted on Jan. 18, 2022, 11:28 a.m.
EAP
প্রিয় শিক্ষার্থীরা, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ক ইউনিটে ফাঁকা সিট এখন পর্যন্ত 140টি এবং খ গ্রুপে 32টি হয়েছে।এই আসনের সাপেক্ষে আগামিকাল ক গ্রুপে পজিশন ৪৫০১-৪৮০০ পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিত হতে বলেছেন এবং খ গ্রুপে পজিশন ৩৭৬ থেকে পজিশন ৫০০ পর্যন্ত উপস্থিত হতে বলেছেন।এখানে আরো কিছু সিট ফাঁকা হবে,কারন আরো কিছু ক্যান্সেল হচ্ছে।
- কেন্দ্রে শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে উপস্থিত হতে হবে।কোন বিলম্ব করা যাবেনা।
- উপস্থিত শিক্ষার্থীদের সাপেক্ষে মাইগ্রেশন লিস্ট দুপুর ২.৩০ এর মধ্যে প্রকাশ করবেন।
- যাদের সাব্জেক্ট আসবে তাদের একই দিনে বিকাল ৪টার মধ্য টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
তাই যাদের পজিশন ৪৫০১ থেকে ৪৮০০ পর্যন্ত তোমরা একটু সময় নিয়ে যাত্রা করো যাতে কোন বিলম্ব না হয়।মনে রাখবে তোমাদের পুরো ভর্তি কার্যক্রম আগামিকাল অনুষ্ঠিত হবে।
যেহেতু সিট ভালোই খালি হয়েছে সেহেতু আশা করি অভারলোড হবেনা।বিজ্ঞপ্তিঃ
Advertisement :