গুচ্ছ ইঞ্জিনিয়ারিং মাইগ্রেশন লিস্ট রবিবার বিকালে প্রকাশের চেষ্টা করবেন।সাব্জেক্ট চয়েজ পরিবর্তন
প্রিয় শিক্ষার্থীরা, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং চতুর্থ কলের নোটিশ প্রকাশ করেছেন।নোটিশ অনুসারে ক ইউনিটে পজিশন ৪৮০০ পর্যন্ত এবং খ ইউনিটে পজিশন ৫০০ পর্যন্ত ঢেকেছেন।এই পজিশনের শিক্ষার্থীদের ভর্তি হলো আগামি ১৯ ও ২০ তারিখ।
আপডেটেড মাইগ্রেশন লিস্ট দ্রুত প্রকাশ করলে অনেক শিক্ষার্থীর সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।এই বিষয়টি মাথায় রেখে কর্তৃপক্ষ মাইগ্রেশন লিস্ট দ্রুত প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন।যেহেতু শুক্রু ও শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে সেহেতু সর্বোচ্চ চেষ্টা করবেন রবিবার বিকাল-রাতের মধ্যে প্রকাশ করতে।
আর পজিশন যাদের ৪৫০০ থেকে ৪৮০০ পর্যন্ত তারা তাদের সাব্জেক্ট চয়েজ পরিবর্তন/সংশোধন করতে পারবে ১৯তারিখ সকালে।ভর্তির দিন যখন শিক্ষার্থীরা উপস্থিত হবে তখন চাইলে নতুন সাব্জেক্ট চয়েজ দিতে পারবে অথবা সাব্জেক্ট চয়েজ লিস্ট সংশোধন করতে পারবে।
Advertisement :