গুচ্ছ ইঞ্জিনিয়ারিং মাইগ্রেশন লিস্ট দ্রুত প্রকাশ করতে অনুরোধ করা হয়েছে।ফাঁকা সিট
প্রিয় শিক্ষার্থীরা, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং চতুর্থ কলের নোটিশ প্রকাশ করেছেন।নোটিশ অনুসারে ক ইউনিটে পজিশন ৪৮০০ পর্যন্ত এবং খ ইউনিটে পজিশন ৫০০ পর্যন্ত ঢেকেছেন।এই পজিশনের শিক্ষার্থীদের ভর্তি হলো আগামি ১৯ ও ২০ তারিখ।আপডেটেড মাইগ্রেশন লিস্ট প্রকাশ করবেন আগামি ২০তারিখ সকালে।
তবে যেহেতু এখন সাস্ট ও বুটেক্স ভর্তি কার্যক্রম চলমান সেহেতু অনেক শিক্ষার্থী তাদের সিদ্ধান্ত নিতে অসুবিধায় পড়েছে।তাই সামগ্রিক বিষয়ের সাপেক্ষে কর্তৃপক্ষকে মাইগ্রেশন লিস্ট দ্রুত প্রকাশ করার জন্য অনুরোধ করা হয়েছে।স্যার বলেছেন বিষয়টি নিয়ে আগামিকাল মিটিং এ কথা বলবেন এবং সম্ভব হলে রবিবার প্রকাশ করার চেষ্টা করবেন।
গত ১০ তারিখ সকাল পর্যন্ত ক ইউনিটে ফাঁকা সিট সংখ্যা ছিল ৭২টি।তবে ভর্তি ক্যান্সেল সংখ্যা প্রতিনিয়ত হচ্ছে তবে খুব স্লো রেটে হচ্ছে।
গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ চতুর্থ কল শেষ কল নয় , ফাঁকা সিটের সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলমান থাকবে।ক্লাস শুরুর আগেরদিন ফাইনাল কল করবেন।কোন সিট ফাঁকা রেখে কর্তৃপক্ষ ক্লাস শুরু করবেন না।এদিকে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবার একইসাথে ক্লাস শুরু করবেন তাই ক্লাস শুরুর তারিখ সবাই মিলে সিদ্ধান্ত নিবেন,এখনও সিদ্ধান্ত নেননি।ফেব্রুয়ারির শুরুর সপ্তাহে এই নিয়ে সিদ্ধান্ত নিবেন।
Advertisement: