60m উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় এর গতিশক্তি বিভবশক্তির তিনগুণ হবে?
1.00
10m
15m
20m
12m
পদার্থবিজ্ঞানে নিম্নের কোন তথ্যটি সঠিক?
mgh গতিশক্তির সমীকরণ
শক্তির মাত্রা [ML2T-2]
ক্ষমতার মাত্রা: 1/2mv2
গতিশক্তি একটি ভেক্টর রাশি
কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয়।এখানে শক্তির রুপান্তর?
রাসায়নিক শক্তি → তাপ শক্তি
তাপ শক্তি → রাসায়নিক শক্তিতে
বিদ্যুৎ শক্তি → শব্দ শক্তিতে
তাপ শক্তি → শব্দ শক্তিতে
কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয়।রাসায়নিক ক্রিয়ার ফলে এটি ঘটে।এক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রুপান্তরিত হয়।
30m উচ্চতা থেকে পড়ন্ত বস্তু কত m পতিত হলে এর গতিশক্তি বিভবশক্তির দ্বিগুন হবে?
20
10
5
গতিশক্তি কখনই বিভবশক্তির দ্বিগুন হবেনা কারন শক্তি সংরক্ষনশীল
50kg ভরের একটি বস্তুর ভরবেগ 50 kgms-1 হলে এর গতিশক্তি কত হবে?
10j
25j
500j
50j
কোন উক্তিটি সঠিক?
শক্তি পদার্থে রূপান্তরিত হতে পারে
পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায়
বস্তুর ভর ও শক্তির সমষ্টি অবিনশ্বর
সবগুলিই
ক্ষমতা ও কাজ সংক্রান্ত নিম্নের কোন সমীকরণটি সঠিক নয়?
W=pt
p=W/t
t=W/p
Wp=t
5 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে ভুপৃষ্ট থেকে 40 মিটার উচ্চতায় তুললে এর বিভব শক্তি নিম্নের কত Joul?
1470
1960
2000
1900
100 kg ভরের এক ব্যক্তি 6m লম্বা একটি সিঁড়ি বেয়ে নিচে নামল। ভূমির সাথে সিঁড়ি 30° কোণে অবস্থিত হলে লোকটির নিচে নামতে নিম্নে উল্লেখিত কত জুল (J) কাজ করতে হয়েছে?
2940
5880
5800
2900
নিম্নের কোনটি সঠিক নয়?
সরনের সঙ্গে অভিলম্ব বলের উপাংশ কোন কাজ করে না
একটি বস্তুকে সুতায় ঝুলায়ে যদি চক্রাকারে ঘোরানো হয়, তবে কোন কাজ সংঘটিত হয় না
ধনাত্মক কাজের ফলে স্থিতিশক্তি বৃদ্ধি পায়
কাজের মাত্রা ML2T-2
সৌর চুল্লিতে ভাত রান্না করলে, কোন শক্তি তাপশক্তিতে রুপান্তরিত হয়?
যান্ত্রিক শক্তি
শব্দ শক্তি
রাসায়নিক শক্তি
আলোক শক্তি
সৌরচুল্লিতে সূর্যের আলো থেকে তাপ আহরণ করে রান্না করা হয়।